রাজশাহী

ধামইরহাটে বিক্ষোভ সমাবেশ

  প্রতিনিধি ৩ নভেম্বর ২০২০ , ৪:৪৩:২৪ প্রিন্ট সংস্করণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর ধামইরহাটে ফ্রান্সে বিশ্বনবী মোহাম্মদ (সা.) কে অবমাননা ও ব্যঙ্গচিত্র প্রদর্শণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, প্রতিবাদ সভা ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট ওলামা পরিষদ, মুসলিম নাগরিক ঐক্য ও সর্বস্তরের তৌহিদি জনতা নাম ইসলামী সামাজিক সংগঠন এই বিক্ষোভ সমাবেশ পালন করেন। স্থানীয় এই ৩টি সংগঠনের ডাকে মঙ্গলবার সকাল ১০ টায় বিক্ষোভ মিছিলটি ধামইরহাট বাজার নিমতলী মোড় হয়ে আমাইতাড়া মোড়ে সমাবেশে মিলিত হয়। উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা জাকারিয়া’র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা ভিক্টোরিয়া জামে মসজিদের খতিব মামুনুর রশিদ তানজিল, পিড়লডাঙ্গা দারুল হিয়াদার পরিচালক মাওলানা ইনআমুল হক মাদানী, টিএন্ডটি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রউফ, থানা মসজিদের ইমাম মাওলানা আশরাফুল আলম, সমাজসেবক আলতাব হোসেন প্রমুখ।

 

আরও খবর

Sponsered content