প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২০ , ৪:৪০:০৫ প্রিন্ট সংস্করণ
নওগাঁর ধামইরহাটে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপান উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় থানা চত্বরে ধামইরহাট থানার ওসি আবদুল মমিনের নিজ উদ্যোগে ও তাঁর সভাপতিত্বে উপজেলার ২৭ মন্ডপের সভাপতি-সম্পাদকগণের উপস্থিতিতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পত্নীতলা সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল ইসলাম।
পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ধামইরহাট কমিউনিটি পুলিশিং সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সম্পাদক এটিএম বদিউল আলম, পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বৈদ্যনাথ কর্মকর্তা, সম্পাদক রামজনম রবিদাস, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, আব্দুল আজিজ প্রমুখ।