প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২১ , ৭:৪৩:৩৬ প্রিন্ট সংস্করণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. সাবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকর এমপি।
এ সময় উপজেলা আ.লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক এড. ওমর ফারুক সুমন, সাংগঠনিক সম্পাদক কালী শংকর চৌধুরি, তরিকুল ইসলাম সজিব, জেলা স্বেচ্ছাসবকলীগের প্রচার প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ লাল, পত্নীতলা উপজেলা সম্পাদক সামসুল হক, ধামইরহাট উপজেলা যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে প্রাক্তন উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসানসহ অন্যান্যদের হাতে নতুন সদস্য মনোনয়ন ফরম বিতরণ করেন সাংসদ শহীদুজ্জামান সরকার।