চট্টগ্রাম

ধামতী দরবার শরীফের পীর আাবদুল হালিম আর নেই

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২০ , ৭:৩৪:২২ প্রিন্ট সংস্করণ

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : চলে গেলেন দেশ বরেণ্য আলেমে দ্বীন কুমিল্লা দেবিদ্বার উপজেলা ধামতী আলীয়া মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ ও ধামতী দরবার শরীফের বর্তমান পীর আব্দুল হালিম সাহেব (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বেলা ৩ ঘটিকার সময় ধামতী আলীয়া মাদ্রাসা সংলগ্ন পীর সাহেব হুজুরের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। হুজুরের নামাজের জানাজা বৃহস্পতিবার বাদ যোহর ধামতী কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। তিনি স্ত্রী, পুত্রবধু, মেয়ে ও নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মাওলানা আব্দুল হালিম পীর সাহেব ছিলেন দেবিদ্বার উপজেলার ঐতিহ্যবাহী ধামতী দরবার শরীফ ও ধামতী কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা আজীমুদ্দিন পীর সাহেবের সন্তান।

আরও খবর

Sponsered content