ঢাকা

ধামরাইয়ে দুই দিনে ৫ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

  প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২০ , ৬:২৩:২৪ প্রিন্ট সংস্করণ

ফারজানা রহমান, ধামরাই (ঢাকা) : গত দুই দিনে ঢাকার ধামরাইয়ে সোমভাগ, নান্নার, ধামরাই সদর ও সূয়াপুর ইউনিয়নে পাঁচটি সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ধামরাইয়ের স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ। ভিত্তিপ্রস্তরগুলো স্থাপনকালে উপস্থিত ছিলেন সোমভাগ ইউপি চেয়ারম্যান মো. আজাহার আলী, সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ লাল্টু, সূয়াপুর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাব, সূতিপাড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রাজা। এমপি বেনজীর আহমদের পাঁচ বছরে পঞ্চাশ বছরের উন্নয়ন কাজের প্রতিশ্রæতির ধারাবাহিকতায় এসব রাস্তাঘাট ও সেতুকালভার্ট নির্মাণ হচ্ছে বলে উল্লেখ করেন বক্তারা। এসময় আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু সহ আওয়ামীলীগ অন্যান্য নেতাকর্মীরা।

আরও খবর

Sponsered content