প্রতিনিধি ২২ নভেম্বর ২০২০ , ৩:২৩:৫৭ প্রিন্ট সংস্করণ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে কালামপুর বিসিক ব্রীজের পশ্চিম পাশে কেআরএম ইটভাটার সামনে পাটুরিয়া গামী সৌদিয়া পরিবহণের যাত্রীবাহী বাস নং চট্টমেট্রো ব-১১-১০১৮ এবং ঢাকা গামী ডি-লিংক পরিবহণের যাত্রীবাহী বাস নং ঢাকা মেট্রোব-১৫-৩৭৬০ এর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত হন এবং একজন পুরুষ যাত্রী গুরুতর আহত হন। আজ রবিবার ভোরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতের নাম কবিতা সরকার। নিহত কবিতা ধামরাই উপজেলার গাড়াইল গ্রামের বিকাশ সরকারের স্ত্রী। গুরুতর আহতের নাম কিয়াম উদ্দিন। তিনি একই উপজেলার সানোড়া গ্রামের মৃত পলু মিয়ার পুত্র। আহত কিয়াম উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
গোলড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম নিহত ও আহতের বিষয় নিশ্চিত করে বলেন, বাস দুটি আটক করা হয়েছে।