প্রতিনিধি ২১ নভেম্বর ২০২০ , ৫:৫৫:২৫ প্রিন্ট সংস্করণ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে সোমভাগ ইউনিয়নে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করেছেন ভালুম আতাউর রহমান খান কলেজের প্রভাষক মো. আওলাদ হোসেন। ই্উনিয়নের ষোলটি গ্রামের ষোলটি টিম এ খেলায় অংশ গ্রহণ করবে। ওই ইউনিয়নের শৈলান, চাপিল, মধ্যদেপাশাই ও উত্তর দেপাশাই এই চারটি ভেন্যুতে টুর্ণামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে। খেলা হবে নকআউট ভিত্তিতে। শুক্রবার উপজেলার শৈলান খেলার মাঠে ডাউটিয়া ও ফুকুটিয়া টীমের অংশ গ্রহনে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সোমভাগ ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রভাষক মো. আওলাদ হোসেনের উপস্থিতিতে ম্যাচের উদ্বোধন করেন সজাগের পরিচালক আব্দুল মতিন। উদ্বোধনী ম্যাচে ডাউটিয়া দলকে হারিয়ে ফুকুটিয়া দল ৯ উইকেটে বিজয়ী হয়।