প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২০ , ৩:৪২:২৫ প্রিন্ট সংস্করণ
ধামরাই(ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ফুকুটিয়া এলাকার একটি পোশাক কারখানায় শ্রমিকদের বেতন পরিশোধের দাবিতে কারখানা এলাকায় বিক্ষোভ করেছে ওই কারখানার শ্রমিকরা।
এ সময় বেশ কয়েকজন নারী শ্রমিককে পেটানো হয়েছে বলে অভিযোগ তুলেছে নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী শ্রমিকরা। কয়েকজন শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নারী শ্রমিক জানান, সময়মত বেতন চেয়েছে বলে তাদের নির্যাতন করা হয়েছে। কারখানার একজন ইলেকট্রিশিয়ান ও হিসাব রক্ষণ কর্মকর্তা লোহার পাত দিয়ে নারী শ্রমিকদের মারধর করেছে বলে অভিযোগ তুলেছে ভুক্তভোগি শ্রমিকেরা। এসময় কোন সাংবাদিককে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি।
গতকাল সোমবারের এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ চার দিনের ছুটি ঘোষণা করেছে। প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল করিমের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে শিল্প পুলিশ পরিদর্শক মোঃ নাছির উদ্দিন জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।