প্রতিনিধি ৬ মে ২০২০ , ৮:১৩:২১ প্রিন্ট সংস্করণ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি : করোনার প্রাদুর্ভাব সারা বিশ্বে আতংক সৃষ্টি করেছে। আমাদের দেশেও ‘করোনা’ দুর্যোগের বিষবাষ্প ছড়িয়ে দিয়েছে। কর্ম ও উপার্জনকে কেড়ে নিয়ে মানুষকে অসহায় ও নিরন্ন করেছে। এসব কর্মহীন, অসহায়, ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। সরকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও অনেকেই এগিয়ে এসেছেন। নানা ভাবে বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। ঢাকার ধামরাইয়ে দরিদ্র, কৃষক, শ্রমিক, মজুরসহ বিভিন্ন নিম্মপেশাজীবি ও নিম্নমধ্য পেশাজীবিদের খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করা হচ্ছে।
অন্যান্য এলাকার মতো উপজেলার সূয়াপুর ইউনিয়নেও ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার সূয়াপুর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান সোহরাব ইউপি সদস্য নেতাকর্মীদের নিয়ে উত্তর কায়ুম তারা ও নয়াপাড়া এলাকায় রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন।
ত্রাণ বিতরণ কালে হাফিজুর রহমান সোহরাব বলেন, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যাদের সাহায্যের প্রয়োজন কিন্তু সামাজিক অবস্থানের কারণে তারা মুখে প্রকাশ করতে পারছেননা বা কাওকে বলতে পারছেন না। তাছাড়া ত্রাণ হিসেবে কিছু গ্রহন করতেও অনেকে ইতস্তত: বোধ করেন। কাজেই আমি এই সহায়তাকে ‘ত্রাণ’ না বলে ‘সহায়তা’ বা ‘উপহার’ শব্দটিকে বেছে নেয়াই ভাল বলে আমি মনে করি। আরও একটি কথা হলো, আমাদের উপহার বা সহায়তা শুধু দরিদ্রদের জন্য নয়। এই সহায়তা বা উপহার সার্বজনীন। ধনী–দ্ররিদ্র নির্বিশেষে প্রয়োজন বা চাহিদা অনুযায়ী যেখানে যতুটু দরকার ততটুকুই সহায়তা করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, এদেশের একটি মানুষও যেন নিরন্ন না থাকে। নেত্রীর সেই মূলমন্ত্রকে বুকে ধারণ করেই আমাদের খাদ্য সামগ্রী উপহার অব্যাহত আছে এবং থাকবে।