প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২০ , ৪:৫১:৩৪ প্রিন্ট সংস্করণ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কে বালিথা এলাকায় ইফাদ গাড়ি কারখানার সামনে মাটির ট্রাকের চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম আবির হাসান আকাশ।
তিনি উপজেলার কুশুরা ইউনিয়নের ডালিপাড়া গ্রামের আয়ুব আলীর পুত্র। মানিকগঞ্জ সদর থানায় চালক হিসেবে কর্মরত এই পুলিশ সদস্য বুধবার সন্ধ্যায় কর্মস্থল থেকে নিজ বাড়িতে ফেরার পথে নিহত হন।