দেশজুড়ে

ধামরাইয়ে হিজড়াদের জন্য পৃথক চিকিৎসা ব্যবস্থা

  প্রতিনিধি ১২ নভেম্বর ২০২০ , ৩:৪৭:৪৪ প্রিন্ট সংস্করণ

ধামরাই (ঢাকা ) সংবাদাতা: এখন থেকে ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে সমাজের অবহেলিত ও পিছিয়ে থাকা হিজড়া জনগোষ্ঠীর সদস্যদেরকে প্রতি রবিবার পৃথকভাবে চিকিৎসা সেবা প্রদান করা হবে। তবে জরুরী চিকিৎসা সেবা পাবেন সর্বক্ষণ। তাদের জন্য একটি পৃথক ওয়ার্ডের ব্যবস্থাও করা হবে।

বুধবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের হলরুমে আয়োজিত এক আলোচানা সভায় হিজড়াদেরকে এমনি ভাবে আশান্বিত করলেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা। ডা. নীহার বানু, ডা. আলমগীরসহ ওই কমপ্লেক্সের আরও কয়েক জন চিকিৎসক, গুণীজন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক মেহেদী ইমামজান এসময় উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন হিজড়াদের সংগঠণ সুস্থজীবনের সভানেত্রী পপি, সহ-সভানেত্রী পার্বতী, হিজড়ানেতৃ জোনাকী ‘সাদাকালো’ হিজরা উন্নয়ন সংগঠণের সভানেত্রী অনন্যা বণিক, সচেতন হিজড়া অধিকার সংঘের সাধারণ সম্পাদক এস. শ্রাবন্তীসহ অন্যান্য হিজড়া সদস্যবৃন্দ। এ সভার আয়োজক ছিল হিজড়াদের সংগঠণ ‘সুস্থ্যজীবন’ ।

আরও খবর

Sponsered content