প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২০ , ৪:১৯:২২ প্রিন্ট সংস্করণ
ধোবাউড়া(ময়মনসিংহ) প্রতিনিধি:
ধোবাউড়ায় রাস্তার উদ্বোধন করেন ময়মনসিংহ-১(হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সাংসদ জুয়েল আরেং। বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের কালিকাবাড়ি গোদাড়া ঘাটে এই রাস্তার উদ্বোধন করেন তিনি। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ জুয়েল আরেং।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান, ইউপি চেয়ারম্যান ফজলুল হক,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নায়েক দুলাল, ধোবাউড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনোয়ার হোসেন রিপন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি।