দেশজুড়ে

ধুনটে অভুক্ত পরিবারের পাশে ছাত্রলীগ নেতা স্বপন

  প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২০ , ৮:০১:৩১ প্রিন্ট সংস্করণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনের উদ্যোগে করোনায় কর্মহীন অভুক্ত ৩০০টি পরিবারের সদস্যদের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে ধুনট-শেরপুর সড়কের বাজাজ শোরুম এলাকায় কর্মহীন অভুক্ত পরিবারের সদস্যদের হাতে এসব সামগ্রী তুলে দেয়া হয়। খাদ্য ও সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল চাল, সয়াবিন তেল, ছোলা, আলু, লবন, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক।
খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেফ বাদশা, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হাসান রিপন, যুগ্ম সম্পাদক রাশেদ আলামিন আলম, উপজেলা যুবশ্রমিক লীগের সাধারণ সম্পাদক নিয়ামুল হাসান লিমন, ছাত্রলীগ নেতা হাসান মাহমুদ রাব্বি, শাকিব খান ও সোহাগ মিয়া প্রমুখ।

আরও খবর

Sponsered content