প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২০ , ৭:১০:২০ প্রিন্ট সংস্করণ
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহীদ গোলাম রব্বানী ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম মো: সিরাজ এমপির অর্থায়নে করোনায় কর্মহীন অভুক্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে ধুনট পৌর এলাকার ৩০০টি কর্মহীন অভুক্ত পরিবারের সদস্যদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মতিন মন্ডল, সদস্য আব্দুল খালেক মন্ডল, মোখফিজুর রহমান বাচ্চু, বগুড়া জেলা বিএনপির আহবায়ক গোলাম মো. সিরাজ এমপির একান্ত সচিব আব্দুল আজিজ, সাইদুল ইসলাম, ধুনট পৌর বিএনপির আহবায়ক হায়দার আলী, যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, সদস্য আব্দুস সাত্তার, যুবদল নেতা ফিরোজ খান দুলাল, রাশেদুজ্জামান উজ্জল, আব্দুল হালিম, মাহমুদুল হাসান সুমন, ইয়াকুব আলী, আরাফাত রহমান জনি, ছাত্রদল নেতা আলম হাসান, রকিবুল হাসান রকি, রাসেল মাহমুদ, শাহাদৎ হোসেন, জিয়াউল হক, স¤্রাট হোসেন, নোমান, স্বাধীন ও আলিফ প্রমুখ।