রাজশাহী

ধুনটে গাছের চারা বিতরণ

  প্রতিনিধি ২৪ জুন ২০২০ , ৯:১১:০৯ প্রিন্ট সংস্করণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বগুড়ার ধুনট উপজেলায় বীরমুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান এমপির পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে ধুনট উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণের উদ্বোধন করেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন। এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মহসিন আলম, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, যুুগ্ম সম্পাদক বাহাদুর আলী, ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, হারুন-অর-রশিদ সেলিম, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহŸায়ক আল আমিন তরফদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা জাহান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,উপজেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি সীমা খাতুন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমুখ।

আরও খবর

Sponsered content