রাজশাহী

ধুনটে ধান চাল ক্রয়ের উদ্বোধন

  প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২১ , ৮:৩২:০৭ প্রিন্ট সংস্করণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলা সরকারি খাদ্য গুদামে রোপা আমনের ধান চাল ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। এ বছরে সরকারিভাবে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ৮৭৩ মেট্রিক টন এবং চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ৩৮০ মেট্রিক টন। প্রতি কেজি ধানের মূল্য ধরা হয়েছে ২৭ টাকা ও প্রতি কেজি চালের মূল্য ৪০টাকা। আগামী ২৮ ফেব্রয়ারি ধান চাল ক্রয়ের শেষ দিন। সোমবার দুপুর ১২টায় ধুনট খাদ্য গুদাম চত্বরে উক্ত ধান চাল ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি গোলাম সোবহান, ধুনট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুর মোহাম্মদ, উপজেলা খাদ্য পরিদর্শক আমিনুল ইসলাম, ধুনট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, জুথী অটো রাইস মিলের পরিচালক হায়দার আলী হিন্দোল, সাংবাদিক মাসুদ রানা ও আ.লীগ নেতা সিরাজুল হক লিটন প্রমুখ।

আরও খবর

Sponsered content