রাজশাহী

ধুনটে নারী ও শিশু যৌন হয়রানি প্রতিরোধে কর্মশালা

  প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২১ , ৬:৫১:৩১ প্রিন্ট সংস্করণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় ‘যৌন হয়রানি প্রতিরোধ নিশ্চিত করতে পারে কন্যা শিশুদের নির্ভয়ে পথচলা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ধুনট উপজেলা পরিষদের ইছামতি হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা অংশ নেন। ইউএনএফপিএ’র অর্থায়নে ‘একসিলারেটিং একশন টু ইন্ড চাইল্ড ম্যারিজ ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এ কর্মশালা আয়োজন করে ধুনট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক। সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বগুড়া জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শহিদুল ইসলাম, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বরকত উল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম প্রমুখ।

 

 

 

আরও খবর

Sponsered content