রাজশাহী

ধুনটে পূজামন্ডপ পরিদর্শন করলেন এমপি হাবিব

  প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২০ , ৪:৫৮:০৫ প্রিন্ট সংস্করণ

ধুনট (বগুড়া) প্রতিনিধ:

বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান ধুনট উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন।

এসময় তিনি মন্দিরে আগত সনাতন ধর্মের নারী-পুরুষের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। রোববার রাতে পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের কাছে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান তুলে দেন। এছাড়াও কলেজপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরের আয়োজনে ৫০জন অসহায় নারী-পুরুষদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।

পূজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহসভাপতি রেজাউল ইসলাম, শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মহসীন আলম, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজনীল নাহার, ধুনট মহিলা কলেজের অধ্যক্ষ এসএম জিয়াউল হক, ধুনট উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, ধুনট পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক প্রভাষক রকিবুল হাসান বিদ্যুৎ, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম চাঁন, সিরাজুল হক লিটন, মোস্তাফিজুর রহমান, জহুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা প্রমুখ।

 

আরও খবর

Sponsered content