প্রতিনিধি ১১ অক্টোবর ২০২০ , ৪:৪০:৪২ প্রিন্ট সংস্করণ
বগুড়ার ধুনট উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন শারদীয়া দুর্গোৎসব উদযাপন করার লক্ষ্যে পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টার ধুনট থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলার ৩২টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক অংশ নেন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) গাজিউর রহমান।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান, উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন, ধুনট উপজেলা পূজা মন্ডপ কমিটির সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র ঘোষ, উপদেষ্টা বিনয় কুমার, ধুনট কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি তপু সাহা, সাধারন সম্পাদক লিখন সাহা ও সদস্য স্বপন কুমার প্রমুখ।