প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২০ , ৪:২৬:৫৮ প্রিন্ট সংস্করণ
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় ৩ দিনব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন উপলক্ষে যান্ত্রিক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ধুনট উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় থেকে যান্ত্রিক র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। যান্ত্রিক র্যালীতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনী। ধুনট উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে যান্ত্রিক র্যালীতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন স্টেশন লিডার শামীম রেজা, ড্রাইভার হারুন মিয়া, রাসেল হুসাইন, ফায়ারম্যান সাইদুল ইসলাম, জাহিদুল ইসলাম, হযরত আলী ও আব্দুল হাই প্রমুখ।