প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২০ , ৪:৪৮:৪১ প্রিন্ট সংস্করণ
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে ধুনট উপজেলা পরিষদের ইছামতি হলরুমে শিক্ষক, বিবাহ নিবন্ধক ও ইউপি সচিবদের সাথে উক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনী, ধুনট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা তথ্যআপা আঞ্জুমান আরা সুফিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিক, উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ।