প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২০ , ৪:২১:২০ প্রিন্ট সংস্করণ
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট সরকারি ডিগ্রি কলেজে ৩ কোটি টাকা ব্যয়ে বন্যা আশ্রয় কেন্দ্রের ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার দুপুর ১২টায় তিনতলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা নির্বাহি অফিসার সঞ্জয় কুমার মহন্ত, ধুনট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল ইসলাম, শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মহসিন আলম, বাহাদুর আলী, ধুনট সরকারি ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আল হেলাল, আব্দুল মান্নান, একেএম ফজলুল হক, প্রভাষক উত্তম কুমার তালুকদার প্রমুখ।