প্রতিনিধি ৮ এপ্রিল ২০২১ , ১০:৩৫:৫৪ প্রিন্ট সংস্করণ
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ও আওয়ামী লীগ নেতা রেজাউল করিম দুলাল করোনায় আক্রান্ত হওয়ায় তাদের রোগমুক্তি কামনা করে ধুনটে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কান্তনগর বাজার এলাকায় কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।
কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন সাধারন সম্পাদক জিএম ফিরোজ লিটন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী, ইউপি চেয়ারম্যান হারেজ উদ্দিন আকন্দ, আওয়ামী লীগ নেতা বাহাদুর আলী, আলেফ বাদশা, রেজাউল করিম জোয়ার্দ্দার প্রমুখ।