দেশজুড়ে

ধুনটে মুক্তিযোদ্ধারা পেলেন এমপির ঈদ উপহার

  প্রতিনিধি ৭ মে ২০২০ , ৭:০৬:০১ প্রিন্ট সংস্করণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান এমপি’র ব্যক্তিগত অর্থায়নে বগুড়ার ধুনট উপজেলার ২৭জন বীরমুক্তিযোদ্ধার মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধাদের হাতে এসব উপহার তুলে দেয়া হয়।  ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি। 
ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীল নাহার, মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবার সনি ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চান প্রমুখ।

আরও খবর

Sponsered content