প্রতিনিধি ২৬ জুন ২০২০ , ৭:৩৫:৩৯ প্রিন্ট সংস্করণ
ধুনট (বগুড়া) প্রতিনিধি: করোনা ভাইরাস মোকাবেলায় সম্মুখ যোদ্ধা বগুড়ার ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ করোনায় আক্রান্ত হওয়ায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান পাবলিক স্কুল প্রাঙ্গনে ধুনট স্টুডেন্টস ক্লাবের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে অংশ নেন বগুড়া জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, ধুনট পৌরসভার কাউন্সিলর বাবুল আকতার বাবু, সমাজসেবক ইসমত মল্লিক, আবুল মল্লিক, প্রভাষক ওমর ফারুক, ব্যবসায়ী শহিদুল ইসলাম, ধুনট পৌরসভার বাজার পরিদর্শক জহুরুল মল্লিক, স্টুডেন্টস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন মল্লিক, স্টুডেন্টস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালেক সুইট, জাহিদুল ইসলাম, ঠিকাদার আব্দুল মোমিন সোহেল, সাবেক উপদেষ্টা ঠিকাদার আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক ঠিকাদার আসাদুল ইসলাম, সহসভাপতি রাসেল আহমেদ, আরিফিন ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু রায়হানসহ অত্র সংগঠনের সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।