প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২০ , ৩:২৪:২৩ প্রিন্ট সংস্করণ
বগুড়ার ধুনট পৌর এলাকায় গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১৬ লাখ ৩৮ হাজার টাকা ব্যয়ে সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে ধুনট বাজারের কাঁচাবাজার হতে খাদ্যগুদাম পর্যন্ত ৫১০ মিটার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্।
এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহসান হাবিব, পৌরসভার কাউন্সিলর আলী আজগর মান্নান, রনজু মল্লিক, ঠিকাদার ফোরহাদ হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক চপল মাহমুদ ও ধুনট পৌরসভার কার্যসহকারি মাহমুদুল ইসলাম টুকু।