দেশজুড়ে

ধুনটে ৬ এতিমের পাশে পিইপি

  প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২০ , ৪:৪৮:৪৪ প্রিন্ট সংস্করণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

 

বগুড়ার ধুনট উপজেলায় পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রামের (পিইপি) আওতায় ৬ জন এতিম শিশুর মাঝে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য, বস্ত্র এবং নগদ টাকা বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে ধুনট সমন্বিত উন্নয়ন প্রকল্পের (ডিআইডিপি) কার্যালয়ে জনপ্রতি সাড়ে ৫ হাজার টাকা মূল্যের এসব সামগ্রী ও নগদ ১ হাজার টাকা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ। ডিআইডিপি’র বগুড়া জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া, সদস্য মিজানুর রহমান মজনু, ব্যবসায়ী আব্দুল হান্নান, যুবলীগ নেতা খায়রুল ইসলাম ও ডিআইডিপি’র ধুনট উপজেলা মাঠ সমন্বয়কারী দিলীপ কুমার প্রমুখ।

আরও খবর

Sponsered content