রাজশাহী

ধুন‌টে প্র‌নোদনার টাকা পেলেন নন-এমপিও শিক্ষক-কমর্চারীরা

  প্রতিনিধি ৬ আগস্ট ২০২০ , ৬:২৮:৫৫ প্রিন্ট সংস্করণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপ‌জেলায় নন-এম‌পিও কা‌রিগ‌রি ও মাদ্রাসা শিক্ষা প্র‌তিষ্ঠা‌নের ৩০০জন শিক্ষক-কর্মচারীর ম‌াঝে প্রধানমন্ত্রীর ঘো‌ষিত বি‌শেষ প্র‌নোদনার প্রদানের চেক বিতরণ করা হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার দুপুর সা‌ড়ে ১২টায় ধুনট সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য় প্রাঙ্গনে চেক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অ‌তি‌থি বগুড়া-৫ আস‌নের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হা‌বিবর রহমান। ধুনট উপ‌জেলা নির্বা‌হি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহ‌ন্তের সভাপতি‌ত্বে অনু‌ষ্ঠিত সভায় বিশেষ অ‌তি‌থির বক্তব্য রা‌খেন ধুনট উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান মহ‌সিন আলম, ধুনট উপ‌জেলা মাধ্য‌মিক শিক্ষা কর্মকর্তা শ‌ফিউল আলম, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) কৃপা সিন্ধু বালা, নন-এম‌পিও কলেজ শিক্ষক আ‌লিম আল রাজী বু‌লেট ও মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ।
অনুষ্ঠা‌নে ধুনট উপ‌জেলার ২৪৮জন নন-এমপিও শিক্ষক‌কে ৫হাজার টাকা ক‌রে এবং ৫২জন কর্মচারীর ম‌ধ্যে আড়াই হাজার টাকা ক‌রে মোট ১৩লাখ ৭০হাজার টাকার চেক বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content