প্রতিনিধি ২ জুলাই ২০২০ , ৮:২১:৩৯ প্রিন্ট সংস্করণ
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ধোবাউড়ায় ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ বাবা মা ও দুই ছেলেসহ এক মাদক ব্যবসায়ী পরিবারকে আটক করা হয়েছে। ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মোল্লার নির্দেশে এসআই মাসুদ জামালী তার সঙ্গীয় ফোর্স নিয়ে বুধাবার সন্ধ্যায় বালিগাও গ্রাম থেকে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে ধোবাউড়া থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন বালিগাও গ্রামের হাফিজ উদ্দিন, তার স্ত্রী রুবী আক্তার, ছেলে মিলন মিয়া ও স্বপন মিয়া। স্থানীয়রা জানায় এরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। এতে এলাকার যুব সমাজ অনেকে নেশায় আক্রান্ত হচ্ছিল। তাদেরকে আটক করায় এলাকার সাধারণ মানুষ পুলিশের প্রশংসা করেছেন। এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মোল্লা বলেন, গোপন সংবাদে জানার পর এদের ধরতে বিভিন্ন কৌশল অবলম্বন করে অবশেষে মাদক সহ আটক করা হয়েছে।