প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২০ , ৭:৩০:১৪ প্রিন্ট সংস্করণ
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়ায় নোভেল করোনা ভাইরাস(কোভিড–১৯) এর কারনে কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য মানুষ।কোন কাজ না থাকায় ঘরে বসে মানবেতর জীবন যাপন করছেন তারা। এসব কর্মহীন অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন প্রয়াত সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর নামে গড়া প্রমোদ মানকিন ফাউন্ডেশন।
একটি কমিটি গঠন করে ধোবাউড়া উপজেলার বিভিণœ ইউনিয়ন ও ওয়ার্ডে খাবার সামগ্রী পৌছে দিচ্ছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ময়মনসিংহ–১(হালুয়াঘাট–ধোবাউড়া) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং। ধোবাউড়া উপজেলার ৭ টি ইউনিয়নে গঠিত কমিটির সদস্যরা কর্মহীন অসহায়দের ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌছে দিচ্ছেন।
এ ব্যাপারে ময়মনসিংহ–১ আসনের সাংসদ জুয়েল আরেং বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি সরকারীভাবে সহায়তা করার পাশাপাশি ব্যাক্তিগতভাবে প্রমোদ মানকিন ফাউন্ডেশনের মাধ্যমে ত্রাণ সামগ্রী পৌছে দিচ্ছি,আপনারা সবাই ঘরে নিরাপদে থাকুন।