প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২০ , ৪:৪৪:১৪ প্রিন্ট সংস্করণ
ধোবাউড়া(ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ধোবাউড়ায় সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ক্রসব্রীড বকনা বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় নির্বাচিত সুবিধাভোগীদের মাঝে এই বকনা বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ অধিদপ্তরের প্রকল্প পরিচালক অসীম কুমার দাস,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন,প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম,ইউপি চেয়ারম্যান শামসুল হক,এরশাদুল হক,ট্রাইবাল চেয়ারম্যান এডুয়াট নাফাক প্রমূখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন ভেটেরেনারী সার্জন জামরুল ইসলাম।