প্রতিনিধি ৯ মে ২০২০ , ৩:৫৬:৩৩ প্রিন্ট সংস্করণ
ধোবাউড়া(ময়মনসিংহ) প্রতিনিধি : করোনা ভাইরাস (কোভিড–১৯) প্রতিরোধে ময়মনসিংহের ধোবাউড়ায় বিকাশের মাধ্যমে ঘরে বসেই আর্থিক সহযোগিতা পেল অসহায় পরিবার। ব্রাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে প্রতিবন্দী ও সারভাইবার মানুষকে ১৫০০ টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে কোন রকম ঝুঁকি ছাড়াই উপজেলার ৪০ জনকে এই টাকা প্রদান করা হয়েছে।পর্যায়ক্রমে হতদরিদ্র,গর্ভবতী ও চরম দরিদ্র পরিবারকে এই সহায়তা প্রদান করা হবে। ব্রাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির এফও শুরমিনা বেগম উপজেলার বিভিন্ন গ্রামের মানুষকে এই সহায়তা প্রদান করছেন।
এ ব্যাপারে তিনি বলেন করোনা ভাইরাস প্রতিরোধে সবাই যেন ঘরে বসেই সুবিধা নিতে পারে এই জন্য আমরা বিকাশের মাধ্যমে টাকা প্রদান করছি।