প্রতিনিধি ২০ মে ২০২০ , ৩:৫০:২৯ প্রিন্ট সংস্করণ
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়ায় মুক্তিযোদ্ধা ইয়াকুব আলীর উপর হামলার বিচারদাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ধোবাউড়া উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে স্থানীয় মুক্তিযোদ্ধারা এই মানববন্ধন করেন। মানবন্ধন শেষে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে প্রতিবাদ সভা করা হয়।
সভায় বক্তব্য রাখেন ধোবাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার মীর ইব্রাহিম, সাবেক কমান্ডার জিন্নত আলী বিশ^াস, বীরমুক্তিযোদ্ধা এস.কে হোসেন, মুক্তিযোদ্ধার ছেলে এসএম লেয়াকত হোসেনসহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ।
এসময় বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে এঘটনার সুষ্ট বিচার দাবি করেন। এব্যাপারে ডেপুটি কমান্ডার মীর ইব্রাহীম বলেন আমাদের সকল মুক্তিযোদ্ধারা এই ঘটনার বিচার দাবি করেছেন, তবে করোনার কারনে সবাই উপস্থিত হতে পারেনি।