প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ২:০৫:৩৩ প্রিন্ট সংস্করণ
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়ায় সরকারী রাজস্ব না দিয়ে নেতাই নদীর বালু নেওয়া হচ্ছে সীমান্ত রাস্তার কাজে। উপজেলার ঘোঁষগাও ইউনিয়নের কামাক্ষা মন্দিরের পাশে নেতাই নদী থেকে উত্তোলনকৃত বালু রাজস্ব ফাঁকি দিয়ে নিয়ে যাচ্ছে ঠিাকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি তারা বালু ক্রয় করে নিচ্ছেন। স্থানীয় মোশারফ হোসেন নামে একজন তাদের কাছে বালু বিক্রি করছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ করা হয়েছে। কিছুদিন পূর্বে নেতাই নদী থেকে ড্রেজার মেশিন তুলে নিয়ে আসে প্রশাসন। কিন্তু তারপরর থামেনি বালু নেওয়া।পূর্বের ইজারাদারদের কাছ থেকে জানা যায়, নেতাই নদীর বালু মহালের ইজারা শেষ হওয়ার পর নতুন করে কোন ইজারা হয়নি। তারা অভিযোগ করেন সরকারী ইজারা না থাকার পরও অবৈধভাবে বালু নেওয়া হচ্ছে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল হক বলেন পূর্বের উত্তোলনকৃত বালু নেওয়া হচ্ছে যার ইজারা আগেই দেওয়া হয়েছে।