প্রতিনিধি ৩১ মে ২০২১ , ৬:৪০:৩৬ প্রিন্ট সংস্করণ
পুলিশের কল্যানে নওগাঁয় নির্মাণ হচ্ছে অত্যাধুনিক বহুতল শপিংমল। সোমবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড.বেনজির আহম্মেদ। এ উপলক্ষে নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইজিপি।
উদ্যোগের প্রশংসা করে বক্তব্যে আইজিপি ড. বেনজির আহম্মেদ বলেন, হাইওয়ে ও নৌ-পুলিশের উদ্যোগেও এধরনের কার্যক্রম হাতে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়ন হলে আর্থ-সামাজিক উন্নতি ও সুনাম বৃদ্ধি পাবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশের সাবেক আইজিপি ও সচিব তৈয়ব উদ্দিন আহমেদ, রাজশাহী বিভাগের ডিআইজি মো. আব্দুল বাতেন, নওগাঁর জেলা প্রশাসক হারুন-অর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া।