প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২১ , ৬:৪১:৪৭ প্রিন্ট সংস্করণ
নওগাঁয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিশেষ সেবা সপ্তাহ শুরু করেছে। শুক্রবার সকালে শহরের কাঁচা বাজারসহ বিভিন্ন স্থানে ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে লিফলেট বিতরণ, মাস্ক বিতরণ, মাইকিং ও প্লাকার্ড প্রদর্শনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
নওগাঁ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হোসেন উদ্বোধন করেন। জানানো হয় ভোক্তা অধিকার নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ সেবা সপ্তাহ পালনের উদ্যোগ নিয়েছে অধিদপ্তর।