প্রতিনিধি ৩ জুলাই ২০২০ , ৭:৫২:১৩ প্রিন্ট সংস্করণ
নকলা (শেরপুর) প্রতিনিধি:নকলা চন্দ্রকোনা সড়কটি দীর্ঘদিন যাবত খানা খন্দকে ভরা ছিল। বর্তমানে এল জি ই ডি নকলা শেরপুরের আওতায় নির্মাণ করা হচ্ছে এতে ব্যায় হচ্ছে ১১ কোটি ৮৯ লাখ ৪৩২ টাকা। নকলা প্রকৌশলী আরেফিন পারভেজ কাজটি দেখাভাল দায়িত্ব পালন করছেন। তিনি বলেন সড়কটি নির্মাণ কাজ শেষ হলে প্রায় ১ লাখ লোক যাতায়াত সুবিধা পাবে চন্দ্রকোনার কৃষি পন্য গুলো ঢাকা নেওয়া সহজ হবে। ঠিকাদার হিসাবে উজ্জল মিয়া নির্মান কাজের দায়িত্ব পেয়েছেন।