প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২০ , ৭:২১:৪০ প্রিন্ট সংস্করণ
নকলা (শেরপুর)প্রতিনিধি : শেরপুর জেলার নকলা উপজেলায় পোকা দমনে ইউয়েলো ট্র্যাপ হলুদ ফাঁদ ও সেক্স ফেরোমেন ফাদ বসানো হয়েছে। চরাঞ্চল চন্দ্রকোনা, নারায়ণখোলা, কৃষক জনপ্রিয় হয়ে উঠছে এসকল প্রযুক্তি। প্রযুক্তিতে কীটনাশক প্রয়োগ না করে বিষমুক্ত সবজি আবাদের জন্য কৃষিবিদ ও কৃষি সংশ্লিষ্ট কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিশেষ করে বেগুনে পোকার আক্রমন ও লাউএ বেশি হয়ে থাকে। শশাতেও কম নয় । একদিকে বেগুন চাষে খরচ বেশি হয়ে থাকে। অপর দিকে পোকা যুক্ত বেগুন খুবই কম দামের ফলন হয়ে থাকে। তাই এবারে বিষমুক্ত ফসল উৎপাদনের জন্য শেরপুর জেলার নকলা উপজেলায় প্রায় ৮শ হেক্টর জমিতে বেগুনের চাষ ও শশা এবং লাউয়ের চাষ হয়ে থাকে।
এসকল ফসলে ছিদ্রকারী পোকা অত্যন্ত ক্ষতি করে থাকে। বিষ এর প্রাদান্য না দিয়ে সেক্স ফরোমেন ও ইয়োলো ট্র্যাপ ব্যবহার করা হচ্ছে। নকলা উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্রদাস জানান, চরঅষ্টধর, কাজাইকাটা নারায়ণখোলা, চর বাছুর আলগী, রেহার চর, বাছুর আলগা, শত শত কৃষক এ প্রযুক্তি কাজে খাটিয়ে ক্ষতিকর পোকা দমন করে কীটনাশক বিহীন শক্তিশালি শাক সবজি উৎপাদন করছেন।