প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২০ , ৭:৫৫:৪৯ প্রিন্ট সংস্করণ
নকলা (শেরপুর) প্রতিনিধি: নকলা উপজেলার স্থানীয় বানেশ্বরদী খন্দকারপাড়া চেন্না ওরফে চানু মিয়ার বিবাহিত কন্যা জোনাকী (২০) পার্শ্ববর্তী পূর্ব আলিনাপাড়া গ্রামের মৃত ছফিন হোসেনের পুত্র শহিদুল(২২) এর ঘরে দুদিন যাবৎ অনশন করছেন।
ঘটনার বিবরণে জানা যায়, জোনাকীর সাথে অনেকদিন আগে থেকেই সম্পর্ক করে বিয়ে করবে বলে শহিদুল কথা দিলেও বর্তমানে বিয়ের প্রস্তাবে রাজী না হওয়া এবং গ্রাম্য শালিশে মাতবর গণেরা সুরাহা না দেওয়ায় জোনাকী নিজেই শহিদুলের ঘরে আশ্রয় নিয়ে বিয়ের দাবীতে অনশন করছেন।