প্রতিনিধি ২ মে ২০২০ , ৭:২৬:৪২ প্রিন্ট সংস্করণ
নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলায় বৈদুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয় সাইলামপুর গ্রামের গিয়াস উদ্দীন ও নাসির উদ্দীনের খামার ঘরে এ দূর্ঘটনা ঘটে।
এতে ২টি খামারে থাকা ৪টি গরু, ৩টি ছাগল, নগদ ১লাখ ৪০ হাজার টাকাসহ ৬টি ঘর পুরে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগীরা দাবি করেন। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা আসার পূর্বেই সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়।