প্রতিনিধি ১৩ মে ২০২০ , ৭:৫৩:১৮ প্রিন্ট সংস্করণ
নকলা (শেরপুর) প্রতিনিধি : নকলায় সরকারী মৎস্য অভয়াশ্রাম চন্দ্রকোনার মেহেদী ডাঙ্গা বিলের ইজারাদার মুসলিম তার প্রতিনিধি মজিবরকে প্রতিপক্ষরা মার পিট করে পরে এক পর্যায়ে মাইকে প্রচার করে বিল দখলের জন্য গ্রামবাসীকে জরো করে ঘের দখলের চেষ্টা চালায়।
উভয় পক্ষে হামলায় মজিবর ও মুসলেমের আটজন ব্যক্তি আহত হয়। এবং মজিবরের ১ লাখ টাকার ১২শ হাতের ৩টি জাল পুড়িয়ে দেয় প্রতিপক্ষরা। মজিবরের পাহাড়াদার মজিদকে মারপিট করে পাহাড়ার ঘর ভেঙ্গে তছনছ করে ফেলে। অভিযোগ পেয়ে নকলা থানা এসআই হাসান সঙ্গীয় উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।