প্রতিনিধি ১২ মার্চ ২০২৩ , ২:০৯:৪৪ প্রিন্ট সংস্করণ
বিশেষ প্রতিনিধিঃ
নড়াইলে সাহসী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য জাতীয় কবি পুরস্কার পেলেন জেলা সাংবাদিক ইউনিটি’র সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জিয়াউর রহমান জামী। গতকাল নড়াইলের বিছালীতে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের মহিমা বিশ্লেষণ, কবিতা প্রহর ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এই পদক তুলে দেওয়া হয়। ভবদাহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল মতলেব সরদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ জুবায়ের হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সরকারি সিটি কলেজের অধ্যাপক ডক্টর সবুজ শামীম আহসানসহ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শুভেচছা বক্তব্য রাখেন অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ ও ঘরামির ঘর এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এইচ এম সিরাজ। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা থেকে আগত কবি, সাহিত্যিক, সাংবাদিক,কলামিস্ট ও বিশিষ্ট জনেরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । অনুষ্ঠানটির পরিচালনা করেন বিশিষ্ট সাংবাদিক সাহিত্যিক খাইরুল আলম। সাহসী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য
জাতীয় কবি পুরস্কার হাতে পেয়ে সাংবাদিক জামী আবেগ আপ্লুত হয়ে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে তার অভিব্যক্তি ব্যক্ত করে বলেন, সকলে আমার জন্য দোয়া করবেন আমি যাতে সাহসিকতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারি ও সমাজের দর্পণ হিসেবে সঠিক ভাবে কাজ করতে পারি।
উল্লেখ্য, সাংবাদিক জামী বিজয় টিভি, জাতীয় দৈনিক ভোরের দর্পণ, দৈনিক করতোয়া, দি সিটিজেন টাইমস এর নড়াইল জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন।