প্রতিনিধি ১ জানুয়ারি ২০২১ , ৪:৩২:৫৫ প্রিন্ট সংস্করণ
নতুন বছরে জনগণের সরকার প্রতিষ্ঠা করার প্রত্যয় জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামী আলমগীর। শুক্রবার (১ জানুয়ারি) ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, জনগণের বৃহত্তর ঐক্যের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে পরাজিত করতে সক্ষম হবে বিএনপি, নতুন বছরে এই প্রত্যয়।
দমন ও নিপীড়ন করে জনগণের আন্দোলন দমিয়ে রাখা যাবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে পতন ঘটানো হবে। একই সঙ্গে গণতন্ত্র ও বেগম জিয়াকে মুক্ত করতে সরকারকে বাধ্য করা হবে। আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করে স্বৈরতন্ত্র কায়েম করেছে।
অন্যদিকে প্রতিষ্ঠাবার্ষিকীতে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার ও সংসদ প্রতিষ্ঠা করার শপথ নিয়েছে ছাত্রদল।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি আমান উল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল, আজিজুল বারী হেলাল, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ছাত্রদলের বর্তমান সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহ সভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, সহ সভাপতি আশরাফুল ফকির লিংকন, পার্থদেব মন্ডল, সাজিদ হাসান বাবু, মামুন খান, যুগ্ম সম্পাদক রিয়াদ ইকবাল, তানজিল হাসান, এবিএম মাহমুদ সর্দার, সহ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কেএম শাখওয়াত হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মশিউর রনি প্রমুখ।