প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৫ , ৫:১২:৪৪ প্রিন্ট সংস্করণ
নতুন রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দেওয়ার বিষয়ে অনিশ্চয়তায় রয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। দলগুলোর কার্যক্রম ও অস্তিত্বের সঠিকতা যাচাইয়ে আবারও মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
রোববার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, মাঠ পর্যায়ের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কর্মকর্তাদের জমা দেওয়া তদন্ত প্রতিবেদন পর্যালোচনায় কমিশন বেশ কিছু ক্ষেত্রে তথ্যের অপূর্ণতা এবং মন্তব্যে ঘাটতি লক্ষ্য করেছে। ফলে যাচাই কমিটির সুপারিশের ভিত্তিতে ১০টি রাজনৈতিক দলের জেলা ও উপজেলা পর্যায়ের অস্তিত্ব ও কার্যকারিতা নিয়ে পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ইসির নির্দেশনা অনুযায়ী, আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ এবং বাংলাদেশ আম জনগণ পার্টি—এই ১০ দলের মাঠ পর্যায়ের তথ্য পুনরায় যাচাই করা হবে।
এ উদ্দেশ্যে ১০টি অঞ্চলে একজন করে উপসচিব, সংশ্লিষ্ট অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা প্রত্যেকে তাদের আওতাধীন এলাকায় সংশ্লিষ্ট দলের কার্যক্রম ও অস্তিত্ব সম্পর্কে হালনাগাদ তথ্য সংগ্রহ করে কমিশনে প্রতিবেদন দাখিল করবেন।

















