রাজশাহী

নন্দীগ্রামে অবৈধ দোকান ঘর উচ্ছেদ

  প্রতিনিধি ১২ নভেম্বর ২০২০ , ৪:১০:২৬ প্রিন্ট সংস্করণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ওমরপুর হাটের জায়গায় অবৈধভাবে সদ্য নির্মিত দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন। স্থানীয়রা জানান, ওমরপুর গ্রামের হাসান আলী নামের এক ব্যক্তি হাটের সরকারি জায়গা দখল করে ইট দিয়ে দোকান ঘর নির্মাণ করেন। সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোকান ঘরটি উচ্ছেদ করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম জানান, ওমরপুর হাটে অবৈধভাবে গড়ে উঠা একটি দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।