প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২০ , ৪:২৯:৪১ প্রিন্ট সংস্করণ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক গণশুনানী হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটি ও বগুড়া লাইট হাউসের যৌথ আয়োজনে শনিবার দুপুরে উপজেলার ওমরপুর হাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নিয়ে তাঁদের সমস্যাগুলো তুলে ধরেন। কিভাবে দরিদ্র ও অসহায় মানুষ সরকারিভাবে বিনামূল্যে আইনি সহায়তা পাবে- এনিয়ে সাবিক আলোচনা ও পরামর্শ দেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারি জজ শরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি ও ইউপি চেয়ারম্যান আব্দুল বারী বারেক। গণশুনানীকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ সরকার, সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত, সাংবাদিক নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।