দেশজুড়ে

নন্দীগ্রামে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি

  প্রতিনিধি ২২ এপ্রিল ২০২০ , ৮:০৮:৩৩ প্রিন্ট সংস্করণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় আকস্মিক শিলাবৃষ্টি হয়েছে। এতে ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। 
জানা গেছে, বুধবার দুপুর ২টার দিকে উপজেলার এত ভরতেতুলিয়া, ভড়-মাজগ্রাম, রুপিহার, রায়পাড়া, নামুইটসহ বিভিন্ন গ্রামে শিলাবৃষ্টি শুরু হয়। এই শিলাবৃষ্টি দেখে গ্রামের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। শিলাবৃষ্টিতে বিভিন্ন গ্রামে পড়ে আছে বড় বড় শিল, যার আঘাতে শতাধিক বসতঘরের টিন ছিদ্র হয়ে গেছে। ক্ষতি হয়েছে আম, লিচুসহ বোরো ধানের। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
ভাটরা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) জাহাঙ্গীর আলম বলেন, ভরতেতুলিয়া এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এতে ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার মো. আদনান বাবু বলেন, নন্দীগ্রাম উপজেলায় ২০ হাজার ১৫৫ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের আবাদ করা হয়েছে। শিলাবৃষ্টির কারণে ধানসহ বিভিন্ন ফসলের কিছুটা ক্ষতি হতে পারে। তবে আর কোনও প্রাকৃতিক দুর্যোগ না হলে কাটা-মাড়াইয়ের কাজ শেষে কৃষকরা ভালোভাবেই ফসল ঘরে তুলতে পারবেন।

আরও খবর

Sponsered content