প্রতিনিধি ৪ এপ্রিল ২০২০ , ৫:২৮:২৪ প্রিন্ট সংস্করণ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : করোনা ভাইরাস থেকে ডাক্তারদের সুরক্ষায় বগুড়ার নন্দীগ্রামে হাসপাতালে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিলেন জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রানা। শনিবার দুপুরে বিজরুল হাসপাতালে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) চিকিৎসক ও নার্সদের জন্য প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, আ’লীগ নেতা মুকুল হোসেন, মিজানুর রহমান প্রমুখ। এ ছাড়া উপজেলার ভাটরা ইউনিয়নের শতাধিক দরিদ্র পরিবারের মাঝে চাল, আলু, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় দেড় হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্রসামগ্রী বিতরণ করছেন।