রাজশাহী

নন্দীগ্রামে ১০ কিলোমিটার যানজট

  প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২০ , ৩:৩৪:৩৩ প্রিন্ট সংস্করণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার নন্দীগ্রামে উপজেলায় বগুড়া-নাটোর মহাসড়কে বালু বোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় হেলপার ও চালক গুরতর আহত হয়েছেন।
বুধবার ভোর রাতে নন্দীগ্রামের বগুড়া-নাটোর মহাসড়কের ওমরপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রতন দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার ভোর রাতে ওমরপুর এলাকায় বালু বোঝাই (ঝিনাইদহ ট-১১-১৭৩৪) ট্রাকের সাথে বগুড়া গামী সার বোঝাই (ঢাকা মেট্টো ট-১৮-৮৫০১) ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এ সময় বালু বোঝাই ট্রাকের হেলপার ও চালক গুরত্বর আহত হয়। তবে আহতের পরিচয় পাওয়া যায়নি। তাদের বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ট্রাকের হেলপার ও চালক পালিয়ে গেছে। ফলে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম রণবাঘা সীমান্ত থেকে কাথম বেরাগাড়ী পর্যন্ত দুই দিকে অন্তত ১০ কিলোমিটার ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। এতে যানজটে আটকা পড়ে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বেশি দুর্ভোগে পড়েছেন নারী ও শিশুরা। এছাড়া ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে পণ্যবাহী চালকদের চরম দুর্ভোগে পড়তে হয়।

এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কারণে যানজটের সৃষ্টি হয়। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

আরও খবর

Sponsered content