দেশজুড়ে

নন্দীগ্রামে ৩০ টাকার পেঁয়াজ ৯০ টাকা বিক্রি করায় জরিমানা

  প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২০ , ৩:১২:৫২ প্রিন্ট সংস্করণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার নন্দীগ্রামে পেঁয়াজের অতিরিক্ত মূল্য রাখার দায়ে দুই পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মাস্ক না পড়ায় তিন পথচারীকে ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার সকালে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম।

 

জানা গেছে, কুন্দারহাট বাজারে ৩০ টাকা কেজি দরের পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি শুরু করে ব্যবসায়ীরা। সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম একদল পুলিশ নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পেঁয়াজের অতিরিক্ত মূল্য রাখায় অত্যবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন- ১৯৫৬ এর ৬ ধারায় খুচরা ব্যবসায়ী ছোরাব আলী ৫০০ টাকা ও ফারুক আহমেদের ৫০০ টাকা জরিমানা করেন। এছাড়া মুখে মাস্ক না পড়ার অপরাধে তিন পথচারীকে ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম বলেন, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ হাজার টাকা ও মাস্ক না পড়ায় ৩ পথচারীকে ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content